বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
সিদ্ধিরগঞ্জ

অটোবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থেকে বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সংস্থাটির দাবি, ‘অপু দপ্তরী’ নামের এক ব্যক্তির নেতৃত্বে চক্রটি নারায়ণগঞ্জ থেকে অটোবাইক চুরি করে মুন্সিগঞ্জে বিক্রি করতো।’

র‌্যাব-১১ এর কালিরবাজার কার্যালয় থেকে মঙ্গলবার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাড়ী চোরাই দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গা থেকে অপু দপ্তরীর নেতৃত্বে সংঘবদ্ধভাবে অটোবাইক চুরি করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ চোর চক্রের মূলহোতাসহ ৩ জন সক্রিয় সদস্যদেরকে সোমবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি থেকে গ্রেপ্তারসহ চোরাইকৃত অটোবাইক উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। র‌্যাবের কাছে জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপরাদের কথা শিকার করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জের টংগীবাড়ী থানায় একটি নিয়মিত চুরি মামলা রুজু হয়। যার মামলা নং-০৬, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০, তারিখ-১০/১০/২০২৩ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email