বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে ডাকাতির ঘটনায় আহত ১

আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামে ডাকাতি সংঘঠিত হয়েছে। এই সময় ডাকাতের হামলায় একজন আহত হয়।

জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৩টার দিকেব্যবসায়ী মো. সগির হোসেনের বাড়ীর ঘরের দরজা সুকৌশলে ভেঙে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। ঘরের ভিতরে অবস্থানরত পরিবারের লোকদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মো. সগির হোসেনের মেয়ের কানের দুল ছিনিয়ে নেয় এবং অন্য ডাকাত সদস্যরা আলমারির ভাঙ্গার চেষ্টাকরে। এসময় পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে ডাকাত দল ঘর থেকে বাহিরে চলে আসে। এসময় একই গ্রামের ইদ্রিস আলী (৩৫), পিতা- হোসেন আলী এগিয়ে আসলে ডাকাত দল তার পায়ে আঘাত করে বাম পা ভেঙ্গে পালিয়ে যায়। ডাকাত দলের সদস্যদের প্রত্যেকের পরনে হাফপ্যান্ট ও গেঞ্জি এবং মুখে মুখোশ ছিল। তাদের সাথে দেশীয় অস্ত্র ছুরি ও রাম দা ছিল।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, এমন কোন খবর এখনও পাই নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email