বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
Led05আড়াইহাজার

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের খবরে দোকান বন্ধ

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালালো দোকানীরা।

বুধবার বিকালে উপজেলার গোপালদী বাজারে এই ঘটনা ঘটে।

গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) সোহাগ সাহা জানান, বুধবার গোপালদী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করার জন্য আসেন সহকারী কমিশনার ভুমি শামসুজ্জাহান কনক। এর বিষয় টের পেয়ে বাজারের মিস্টি, ওষুধ ও মুদির প্রায় অর্ধ শতাধিক দোকান তালা দিয়ে চলে যায় মালিকরা ।

এর আগে গোপালদী বাজারে ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টির বিক্রি করায় উত্তম পোদ্দারের মিস্টির দোকান থেকে ৩ হাজার, কবিরের মিস্টির দোকান থেকে ১ হাজার ও খোকনের মিস্টির দোকানে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email