সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
আড়াইহাজার

আড়াইহাজারে মৎস্য অফিসের প্রচার ও প্রচারণা

লাইভ নারায়ণগঞ্জ: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ (১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর) উপলক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের সহায়তায় আড়াইহাজার উপজেলার বিভিন্ন হাট বাজার এবং বিশনন্দী ফেরিঘাটে ব্যনার ও পোস্টারের মাধ্যমে ব্যাপক প্রচার ও প্রচারনা করা হয়।

আড়াইহাজার উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে ২০০০টি লিফলেট বিতরণ, ২০ টি ব্যানার টানানো এবং ১০০ পোস্টার লাগানো হয়েছে। বিভিন্ন জনবহল স্থানে, নদীর তীরবর্তী এলাকায় এবং হাট বাজারে মাইকিং করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক প্রচার ও প্রচারনা চলমান।

উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদা আক্তার জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান সুষ্ট ভাবে শেষ করার লক্ষে ব্যাপক প্রচার ও প্রচারণা চালানো হচ্ছে। জেলের নিকট এই ব্যাপারে সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email