রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led02রাজনীতি

আন্দোলন করে বিএনপির সরকার প্রতিষ্ঠিত করতে হবে: আজাদ

লাইভ নারায়ণগঞ্জ: আন্দোলনের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিএনপির সরকার প্রতিষ্ঠিত করতে হবে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বুধবার (১৬ আগষ্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের একটি রেস্তোরায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশনেত্রী আজ কারাবন্দী। কেন? তিনি এদেশের মানুষের জন্য, আমাদের জন্য জেলে আছেন। এদেশের গণতন্ত্রের জন্য আজ তিনি এ অবস্থায় আছেন। আপনারা জানেন সরকার কী পরিমান অত্যাচার করেছে। আমরা আমাদের পরিবার ছাড়া থাকলে কেমন লাগবে। দেশনেত্রী এত বছর ধরে পরিবার ছাড়া। তার পরিবারের ওপর যে অত্যাচার করা হয়েছে আমাদের সে জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা এ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এ দায়িত্ব পালন করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং বিএনপির সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email