ওয়ানডের অধনায়কত্বে এগিয়ে সাকিব, যা জানালেন বিসিবি পরিচালক টিটু
ক্রীড়া করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: তামিম ইকবালের ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার পর থেকে প্রশ্ন উঠছে তার স্থলাভিষিক্ত হবেন কে? সাধারণ কোন ক্রিকেট ভক্তকে প্রশ্নটি জিজ্ঞেস করলে বেশির ভাগ ক্ষেত্রিই উত্তর আসবে, বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে অধিনায়ক হিসেবে তিনিই প্রথম পছন্দ বিসিবির।
তবে, দায়িত্ব দেওয়ার আগে তার সঙ্গে আলোচনার কথা রয়েছে বিসিবি সভাপতির। শুধু সাকিব নয়, অধিনায়কত্বের তালিকায় রয়েছেন লিটন ও মিরাজও। এক্ষেত্রে সাকিবকে ওয়ানডে অধিনায়ক করে টেস্ট নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে লিটনের হাতে।
এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি এক টেলিভিশনের টক-শোতে বিসিব পরিচালক ও মিডিয়া সেল এর চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘অনেকে কিন্তু সাকিবকে চয়েজ করে রেখেছে। এক্ষেত্রে সাকিবের যদি কিছু বলার থাকে, তাহলে তার কথাটাও তো শুনতে হবে। দায়িত্বটা যেহেতু বোর্ড সভাপতিকে দেয়া হয়েছে, তাই তিনিই সাকিবের সাথে আলোচনা করে কিছু একটা ফাইনাল করবে। সেটা হয়তো কয়েক দিনের মধ্যেই হবে।’
তিনি বলেন, ‘একটি টিম করার ক্ষেত্রেও অধিনায়কের প্রয়োজন রয়েছে। যেহেতু সাকিব দুই ফরমেটেই অধিনায়কের দায়িত্বটা পালন করছে, তৃতীয় ফরমেটে সে অধিনায়কত্ব নিবে কিনা সেটা আলোচনার পর জানা যাবে।’
বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘বিসিবির বৈঠকেই মুলত দলের অধিনায়ক নির্ধারণ করা হয়। আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ক্যাপ্টেন হিসেবে তিনটি নাম এসেছে। আর এই তিন জনের সাথে আলোচনা করে ক্যাপ্টেন নির্বাচিত করার দায়িত্বটা বোর্ড সভাপতিকে দেয়া হয়েছে। করণ অনেক কিছু চিন্তা করে ক্যাপ্টেন নির্বাচিত করতে হয়। অনেক খেলোয়ার মনে করে ক্যাপ্টেন্সি নিলে তার নিজের খেলা খারাপ হবে, আর তাই সে ক্যাপ্টেনসি নিতে চায় না। আমরা জোর করে কাউকে চাপিয়ে দিবো, এমনটা তো হয় না।’
এশিয়া কাপে বাংলাদেশের জয়ের আশা রেখে তানভীর আহমেদ টিটু বলেন, ‘কোন টিম কখন জিতবে সেটা বলা যায় না। তবে, বাংলাদেশ দল এ কয়দিন যেভাবে খেলে এসেছে; এ ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে একটি ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।’