বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led02ফতুল্লা

কায়েমপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার কায়েমপুরের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নারীসহ ৩ জন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের সরবরাহের লাইনের রাইজার লিকেজ থেকে অগুনের সূত্রপাত।

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—সজিব (২৯), সবুজ (৩৫) ও এক নারী। তারা সকলেই ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর বটতলা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর বটতলা এলাকার মিজানুর রহমানের বাড়ির গ্যাস সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পরলে আহত হন সজিব, সবুজসহ নাম না জানা এক নারী। আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দগ্ধ অবস্থায় ৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

আগুনের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, গ্যাসের সরবরাহের লাইনের রাইজার লিকেজ থেকে অগুনের সূত্রপাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email