বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
Led03জেলাজুড়েফতুল্লা

কাশিপুরে বিদ্যুৎ মিস্ত্রী হত্যায় মামলা, প্রধান আসামি স্ত্রী

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বিদ্যুৎ মিস্ত্রী নূরুল ইসলাম (৪৭) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে নিহতের স্ত্রী আসমা বেগমকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নূরে আযম মিয়া।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ফতুল্লা মডেল থানায় নিহতের ভাই মাসুম বেপারী এ ঘটনায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, নিহত নূরুল ইসলাম ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় তার শশুড়ের উপহার দেয়া জমিতে দুতলা বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তাদের সংসারে ২ ছেলে ১ মেয়ে রয়েছে। বাবার জমিতে বাড়ি করায় প্রায় সময় স্বামীর সঙ্গে ঝগড়া করতেন আসমা বেগম। এ বিরোধে পূর্ব পরিকল্পিত ভাবে রোববার সকালে অজ্ঞাত লোকজনদের নিয়ে আসমা বেগম মাথায় আঘাত করে ও শ্বাসরোধে নূরুল ইসলামকে হত্যা শেষে আত্মহত্যা বলে প্রচার করতে মরাদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নূরে আযম মিয়া জানান, নিহতের ভাই মাসুম বেপারীর দায়ের করা হত্যা মামলায় আদালত থেকে আসমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে আনা হয়েছে। ঘটনার তদন্ত করে সঠিক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email