বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led04রাজনীতিসিদ্ধিরগঞ্জ

গিয়াসকে বিতর্কিত করতে ‘মনোনয়ন’ গুজব!

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে গুজব রটেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ভাবে মনোনয়ন কিনেছেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও তার ছেলে রিফাত।

তবে, পুরো বিষয়টি মিথ্যে-গুজব বলে উড়িয়ে দিয়েছেন গিয়াসউদ্দিন।

তিনি গণমাধ্যমকে জানান, ‘রাজনৈতিক প্রতিহিংশায় আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে গুজব রটাচ্ছে। তারা আমার নেতাকর্মীদের মাঝে এক প্রকারের বিভেদ সৃষ্টি করতে ও আমাকে বিতর্কিত করতে একটি মহল উঠে-পরে লেগেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেহেতু আমার দল নির্বাচনে যাচ্ছে না, সেহেতু আমার নির্বাচন করার কোন প্রশ্নই উঠে না। আমি কখনো আমার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন কাজ করবো না।’

তিনি আরও বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email