বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
Led02জেলাজুড়েরাজনীতিসিদ্ধিরগঞ্জ

গিয়াসউদ্দিনের নেতৃত্বে জেলা বিএনপির লিফলেট বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগান সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দীনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ওই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। এ সময় সিদ্ধিরগঞ্জের আদমজী সড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়সহ বিভিন্ন দোকান, বাজার, মার্কেটসহ পথচারীদের কাছে ওই লিফলেট বিতরণ করেন।

লিফলেটে উল্লেখ করা হয়, ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানাই।

লিফলেট বিতরণ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সহ সভাপতি সেলিম মাহমুদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল রহমান স্বপন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি এ কে হিরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি ও মহানগর যুবদল ড. মনজুর আলম মুছা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email