বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led02রূপগঞ্জ

চনপাড়ার শীর্ষ সন্ত্রাসী জয়নাল গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বিদেশী পিস্তল, গুলি ও মাদকসহ চনপাড়ার শীর্ষ সন্ত্রাসী জয়নাল আবেদীন গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার আরও ২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সোমবার (২৪ জুলাই) দুপুরে এই তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তারকৃতরা হলেন-রূপগঞ্জের চনপাড়ার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৪২), একই এলাকার হোসেন আলীর ছেলে কাউছার (২৬) ও চান মিয়ার ছেলে মো. আলম (২৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই বিকাল সাড়ে ৫টায় চনপাড়ার ৯ ও ৬ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ বাড়ি থেকে জয়নালসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও ১৭০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, জয়নালের বিরুদ্ধে খুন, হত্যার চেষ্টা, প্রতারণা, বিস্ফোরক দ্রব্যসহ মাদকের একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময় মাদক ও সন্ত্রাসী হামলার নেতৃত্বে ছিল জয়নাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email