শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
আদালতরাজনীতি

জামিনে মুক্ত হয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাগর প্রধান

লাইভ নারায়ণগঞ্জ: জামিনে মুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান। শুক্রবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

গত ৭ জুলাই উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সাগর প্রধান নিজেই।

এর আগে, গত ৩০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থান কর্মসূচি পালনকালে আটক হন সাগর প্রদানসহ ৮জন। যদিও আটকের পর বিকেলে পুলিশ সুপারের কার্যালয় থেকে এড. সাখাওয়াতকে ছেড়ে দেয় পুলিশ। বাকিদেরকে দেখানো হয় গ্রেফতার।

জানা গেছে, পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ। মামলায় অন্যান্য গ্রেফতারকৃতরা হলো- নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান (৪৭), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মোঃ জসিম উদ্দিন (৪০), ২ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোঃ ফারুক (৪৫), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইউসুফ আলী (৬০), গজারিয়া থানার ছাত্রদলের সভাপতি মাহাদী ইসলাম বাবু(৩৫), মুন্সিগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল হাসেম (৩৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email