শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led03রাজনীতি

টাঙ্গাইলে শামীম ওসমান ‘বিদেশিদের উস্কানিতে বিএনপি লাফাচ্ছে’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘বিদেশিদের উস্কানিতে বিএনপি লাফাচ্ছে। এতে কোনো লাভ নেই। আগামী ১০০ বছরেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।’

জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সব শহীদের স্মরণে সোমবার (২১ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি। আপনাদের প্রস্তুত থাকতে হবে। স্বাধীনতাবিরোধীরা এই মাসেই একটি বাজে খেলা খেলতে পারে। ওরা আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে আঘাত করতে পারে। আমরাও খেলব।’

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান বলেছিলেন , ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুক্তির জন্য কাজ করছেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

এ সময় টাঙ্গাইল জেলা ও মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email