শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জেলাজুড়েসোনারগাঁ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছুটির দিনেও যাত্রীর ভোগান্তি

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছুটির দিনেও যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোনারগাঁয়ের চৈতি গার্মেন্টস থেকে যানজট শুরু হয়ে তা মেঘনা ঘাটের টোল প্লাজায় গিয়ে ঠেকেছে। সড়কে জনসাধারণ ও গাড়ির ব্যাপক উপস্থিতির কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে। মারুফ নামের এক বাসচালক জানান, হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ভয় থাকে। গাড়ি বের করেও স্বাভাবিকের চেয়ে যাত্রী কম থাকে। ছুটির দিনে সেই ভয় নেই, যাত্রীও অনেক। তাই রাস্তায় গাড়ি অন্যান্য দিনের চেয়ে বেশি।

রনি আহমেদ নামে এক যাত্রী বলেন, হরতাল-অবরোধে গাড়িতে উঠলে জীবনের ঝুঁকি থাকে। ভেবেছিলাম আজ একটু নির্বিঘ্নে চট্টগ্রাম পৌঁছাতে পারবো কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট। কখন যানজট শেষ হবে বুঝতে পারছি না।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, মহাসড়কে গাড়ির বাড়তি চাপ রয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে এমন হয়েছে। তবে মহাসড়কে কোথাও যানজট না থাকলেও টোলপ্লাজায় টোল আদায়ে দেরি হওয়ায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়ে যানজটের সৃষ্টি। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ। দুপুরের পরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email