বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপি’র ২০জন নেতাকর্মী আটক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ২০জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।

এদিকে বিএনপি নেতাদের দাবী, ঢাকার সমাবেশকে কেন্দ্র করেই পুলিশের এই গ্রেপ্তার অভযান চালাচ্ছে। যাতে নেতাকর্মীরা ভয়ে সমাবেশ অংশ নিতে না পারে।

অন্যদিকে পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মামলা থাকায় আটক করা হয়েছে। যাদের জামিন আছে তাদের ছেড়ে দেয়া হবে।

যদিও আটককৃত নেতাকর্মীদের নাম এখনো জানা যায়নি।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আমাদের ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতিসহ মহানগরের ১০জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

আটকের বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, ‘আমরা ২০জনকে আটক করেছি। তাদের মামলার যাচাই বাছাই চলছে। যাদের জামিন আছে তাদের ছেড়ে দেয়া হবে এবং যাদের বিরুদ্ধে মামলা রেয়েছে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email