বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
Led03আদালতরাজনীতি

নারায়ণগঞ্জে মহিলা দলের সেক্রেটারিসহ চার নেত্রী আটক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আদালত পাড়া থেকে মহিলা দলের চার নেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১২:৪০ এ আদালত পাড়ার থেকে বের হওয়ার সময় তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, আরেকজন মহিলা দল নেত্রী কাজল। এছাড়া অন্য দুজনের নাম না জানা গেলেও তারা মহিলা দলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

এর আগে, মানবাধিকার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করে জেলা ও মহানগর বিএনপি। যাতে অংশ নেয় বিএনপি’র নিখোঁজ বিভিন্ন নেতাদের পরিবারের সদস্যসহ মহিলা দল, ছাত্রদলের বেশ কয়েকজন নেতৃবৃন্দ। তাদের মধ্যে এই চারজনও ছিলেন।

তবে আটক করার সময় সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি ডিবি পুলিশের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email