বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
গণমাধ্যমজেলাজুড়েসদরসোশ্যাল মিডিয়া

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সপ্তম তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি আরিফ আলম দীপু বিগত দ্বি-বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বার্ষিক রিপোর্ট ও কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল বিগত বছরের আয়-ব্যয় হিসাব ও ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাঠ করেন।

রিপোর্টের উপর বক্তব্য রাখেন, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, রুমন রেজা, খন্দকার শাহ্ আলম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, অহিদুল হক খান, স্থায়ী সামসুল ইসলাম ভূঁইয়া, অহিদুল হক খান, শফিউদ্দিন বিটু, মনির হোসেন, আনিসউর রহমান আনিস, সালাম জুবায়ের, হাসান আরিফ, প্রণব কৃষ্ণ রায়, আনোয়ার হাসান।

সভায় প্রেস ক্লাবের ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৯৮ লক্ষ ৮৫ হাজার ৬শত ৮৩ টাকার বাজেট অনুমোদন করা হয়। এছাড়াও সর্বসম্মতিক্রমে বিগত দ্বি- বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট ও বিগত বছরের আয়-ব্যয় হিসাব অনুমোদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লুৎফর রহমান কাকন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি, রাজিব ঘোষ এবং স্থায়ী সদস্য ফজলুল বারী, সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমেদ, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, আবু আল মোরছালীন বাবলা, আনোয়ার উল্লাহ, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, ইশতিয়াক আহমেদ, ইউসুফ আলী এটম, আমির হোসেন স্মিথ, মোঃ খালিদ হাসান, পুলক হাসান, দীপক কান্তি ভৌমিক, মোঃ শফিকুল ইসলাম, ইমামুল হাসান স্বপন, আনিসুল ইসলাম সানি, শওকত আলী সৈকত, জামাল উদ্দিন বারী, হাসানউল রাকিব, শফিউল আলম, দিলীপ কুমার মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email