শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led01রাজনীতি

না.গঞ্জের ৫টি আসনে ৩৮ প্রার্থীর ম‌নোনয়নপ‌ত্র বৈধ ঘোষনা, ৭‌টি বা‌তিল

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে ৩৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এসময় ৭জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এ তথ্য জানান।

যাচাই-বাছাইয়ের পর যাদের মনোনয়ন বৈধ এবং অবৈধ ঘোষণা করা হলো:-

 

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বৈধ হ‌য়ে‌ছে-
১. গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)- (আওয়ামী লীগ)
২. তৈমুর আলম খন্দকার- (তৃণমূল বিএনপি)
৩. শাহাজাহান ভুইয়া- (স্বতন্ত্র)
৪. গাজী গোলাম মর্তুজা- (স্বতন্ত্র)
৫. মো. হাবিবুর রহমান- (স্বতন্ত্র),
৬. মো. জোবায়ের আলম- (স্বতন্ত্র)
৭. মো. সাইফুল ইসলাম- ( জাতীয় পার্টির)
৮. মো. জয়নাল আবেদীন চৌধুরী- (স্বতন্ত্র)
৯. একেএম শহিদুল ইসলাম- (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ)
বা‌তিল হ‌য়ে‌ছে-
১০. আফাজউদ্দিন মোল্লা- (বাংলাদেশ সুপ্রীম পার্টি), জামানত জমা না দেয়ার কার‌নে

 

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বৈধ হ‌য়ে‌ছে-
১. নজরুল ইসলাম বাবু- (আওয়ামী লীগ)
২. মো. আবু হানিফ হৃদয়- (তৃণমূল বিএনপি)
৩. শাহজাহান- (জাকের পার্টি)
৪. আলমগীর সিকদার লোটন- (জাতীয় পার্টি)
বা‌তিল হ‌য়ে‌ছে-
৫. মো. শরিফুল ইসলাম- (স্বতন্ত্র), ঋণ খেলাপি
৬. মামুন দিদার- (স্বতন্ত্র), ফর্ম স‌ঠিক ভা‌বে পুরন ক‌রে‌নি

 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বৈধ হ‌য়ে‌ছে-
১.কায়সার হাসনাত (আওয়ামী লীগ)
২.লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি)
৩.মো, মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন)
৪.মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি)
৫.এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম)
৬.নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ)
৭.এরফান হোসেন (স্বতন্ত্র)
৮.মারুফ ইসলাম ঝলক (স্বতন্ত্র)
৯.মো. আরিফ (মুক্তিজোট)
১০.রুবিয়া সুলতানা (স্বতন্ত্র)
১১.এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র)
বা‌তিল হ‌য়ে‌ছে-
১২.সিরাজুল হক (বাংলাদেশ কংগ্রেস)**ঋণ খেলাপি
১৩. মো. জামিল মিজি (জাকের পার্টি)* ঋণ খেলাপি

 

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বৈধ হ‌য়ে‌ছে-
১.শামীম ওসমান (আওয়ামী লীগ)
২.মো. সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল জাসদ)
৩.মো. আলী হোসেন (তৃণমূল বিএনপি)
৪.মো. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি)
৫.মো. ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি)
৬.মো সেলিম আহ‌মেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি)
৭.মো. হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)
৮.মো. শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি)
৯.গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)
বা‌তিল হ‌য়ে‌ছে-
১০.মো. রাশেদুল ইসলাম (স্বতন্ত্র)**১% ভোটারের স্বাক্ষর যথাযত ভা‌বে প্রদান ক‌রে‌নি
১১. কাজী দেলোয়ার হোসেন (স্বতন্ত্র)** ফর্ম স‌ঠিক ভা‌বে পুরন ক‌রে‌নি, ও ১% ভোটারের স্বাক্ষর দি‌তে পা‌রে নি।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বৈধ ‌ঘোষনা করা হয়-
১.একেএম সেলিম ওসমান (জাতীয় পার্টি)
২.এএমএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ)
৩.মোর্শেদ হাসান (জাকের পার্টি)
৪.মো. আব্দুল হামিদ ভাষানী ভূইয়া (তৃণমূল বিএনপি)
৫.ছামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।

জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ৩০ নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জের ৫টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তার মধ্যে ১২ জন স্বতন্ত্র ও ১৩ টি দলের ৩৩দলের প্রার্থী রয়েছেন। এর মধ্যে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৪জন, জাতীয় পার্টির ৫জন, তৃণমূল বিএনপির ৪জন, জাকের পার্টির ৫জন, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের ৩জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ৪জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ১জন, বিএনএম এর ১জন, বিকল্প ধারার বাংলাদেশের ১জন, মুক্তিজোটের ১জন, বাংলাদেশ কংগ্রেসের ২জন, ন্যাশনাল পিপলস পার্টির ১জন, সমাজতান্ত্রিক দল জাসদের ১জন রয়েছেন।

নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের মোট ভোটার ২২ লাখ ৫৫ হাজার ৬০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৭ হাজার ৯৭৭ জন এবং নারী ভোটার ১১ লাখ ৭ হাজার ৬৬জন; তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে ১৭ জন। এর মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৮৫ হাজার ৬১৬ জন। নারায়ণগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৩৩ হাজার ২৬৭ জন। নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৩লাখ ৪৫ হাজার ৬৩৮জন। নারায়ণগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন। নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ লাখ ৪৪ হাজার।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email