বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
রাজনীতি

না.গঞ্জে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে মহানগর বিএনপির নিন্দা ও প্রতিবাদ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর বিএনপি। পাশাপাশি গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানিয়েছেন তারা।

সোমবার (২৩ অক্টোবর) এক বার্তায় আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু এ প্রতিবাদ জানান।

বার্তায় তারা বলেন, এই সরকার কত বড় ফ্যাসিস্ট ও আইন অমান্য সরকার হলে আইনকে বৃদ্বাঙ্গুলী দেখিয়ে ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে আইনজীবি চেম্বার থেকে আইনজীবীদের গ্রেফতার করা শুরু করেছে। তা বুঝা যায় এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পায়ের তলায় মাটি নাই। ইনশাল্লাহ জনগনের আন্দোলনে খুনী আ’লীগ সরকারের পতন হবেই।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় ১২জনসহ মোট ৩১জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email