শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
সদর

নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসীর স্মারক লিপি

লাইভ নারায়ণগঞ্জ: তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবীতে স্মারকলিপি প্রদান দিয়েছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সামাজিক সংগঠন।

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিস কর্তৃপক্ষের মাধ্যমে মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে তারা স্মারকলিপি জমাদেয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ এর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন যথাক্রমে সর্ব জনাব সংগঠনের উপদেষ্টা এড. মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমেদ, রমজান উল রশিদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, আব্দুস সাত্তার ভুট্টু, ক্রীড়া সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির পোকন, কোষাধ্যক্ষ হাজী মোঃ রুহুল আমিন, শহিদুল ইসলাম ফয়সাল প্রমুখ।

গ্যাসের দাবীতে বিগত গত ১৪ অক্টোবর আলী আহামদ চুনকা মিলনায়তনে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নাগরিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক নাগরিক মত বিনিময় বাসা-বাড়ীতে পর্যাপ্ত গ্যাসের দাবী জানিয়ে জোড়ালো বক্তব্য রাখেন নেতারা এবং স্থানীয় তিতাস গ্যাস অফিসে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং স্থানীয় কর্মকর্তার সহিত এই বিষয়ে দীর্ঘ মত বিনিময় করেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাসের অভাবে মা- বোনদের রান্নার কাজে চরম হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে নারায়ণগঞ্জ শহর, বন্দর, সিদ্ধিরগঞ্জ সহ আশেপাশের এলাকায় বিভিন্ন বাসা-বাড়ীতে চরম গ্যাস সংকট বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email