সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Led04রাজনীতি

নির্বাচনের তফসিল ঘোষণা: নগরীতে যুবলীগের আনন্দ মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে শহরজুড়ে ওই আনন্দ মিছিল করেন। এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি।

আনন্দ মিছিলে যুবলীগের নেতাকর্মীরা তফসিলকে ঘিরে যেকোন ধরনের নাশকতা রোধে রাতভর নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে তফসিল ঘোষণার পর পরই মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনুর নির্দেশে ও সহ-সভাপতি আমিনুর রহমান শাহীনের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে আনন্দ মিছিল বের করে যুবলীগের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২ নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুবলীগের নেতাকর্মীরা।

আনন্দ মিছিল শেষে সমাবেশে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার ঘোষণা দেন যুবলীগের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেন মহানগর যুবলীগের ২৭টি ওয়ার্ডের তিন শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email