শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led04জেলাজুড়ে

পূর্বের চেয়ে সুন্দর না.গঞ্জ উপহার দিতে পারবো: নতুন ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আমাদের ইচ্ছে-শক্তি ও সামর্থ, তিনটিই আছে। আমরা কি করতে পারে, সেটা আগামী ১০০ দিনের মধ্যেই বুঝতে পারবেন। আশা করি, পূর্বের চেয়ে ভালো একটি নারায়ণগঞ্জ উপহার দিতে পারবো।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রোববার (৩০ জুলাই) বিকালে কথা গুলো বলছিলেন নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভাটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

দীর্ঘ এক ঘন্টার বেশি সময় ধরে হওয়া মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের যানজট, পরিবেশ, অবৈধ দখল, কিশোর গ্যাংসহ বিভিন্ন বিষয় তুলে ধরে সাংবাদিকরা।

এ সকল বিষয় নিয়ে মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘আমি যেখানেই যখন দায়িত্ব পালন করেছি, তখন সেখানেই চেষ্টা করেছি পূর্বের চেয়ে ভালো কিছু করতে। এখানেও চেষ্টা করবো। আশা করি ভালো একটি নারায়ণগঞ্জ উপহার পাবেন।’

ডিসি আরও বলেন, এখানে কি কি করবো, সেটা নাই বলি। তবে, শিক্ষার মান উন্নয়ন নিয়ে কিছু করবো। অন্তত শিক্ষার্থীদের ঝরে পড়া কমিয়ে আনবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম।

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম বলেন, আমরা মানুষের নানা সমস্যা নিয়ে সংবাদ প্রচার করি। কিন্তু অনেক সময় জেলা প্রশাসকের সাথে সমন্বয়ের অভাব ঘটে। ফলে সংবাদ পরিবেশনে ব্যাঘাত ঘটে। তাই জেলার মানুষের স্বার্থে আপনাদের সাথে যোগাযোগ গুরুত্বপূর্ণ বিষয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বৈশাখি টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, নিউজ ২৪ চ্যানেলের স্টাফ রির্পোটার আহসান সাদিক শাওন, সংবাদচর্চা প‌ত্রিকার সম্পাদক মুন্না খান, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান শ্যামল, আরটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আনোয়ার হাসান, মানবজমিন পত্রিকার প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, সময় টেলিভিশনের স্টাফ রির্পোটার শওকত আলী সৈকত, দেশ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন, অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম রাব্বি প্রমুখ।

প্রসঙ্গত, গত ১০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বিদায়ী জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে বদলী করা হয়। নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাহমুদুল হককে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ প্রকল্প পরিচালক পদে ছিলেন। এরপর ২৭ জুলাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দায়িত্ব বুঝে নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email