মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
ফতুল্লারাজনীতি

প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় কুতুবপুরে তিন দফায় দোয়া ও মিলাদ মাহফিল

লাইভ নারায়ণগঞ্জ: কুতুবপুর ইউনিয়নের ৩ টি পৃথক ভাবে শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকেল তিনটায় প্রথমে কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পাগলা উচ্চ বিদ্যালয়ের মাঠে। দ্বিতীয়টি ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে ভুইঘড় হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে। এবং তৃতীয়টি ৭,৮,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলিগঞ্জ উচ্চ বিদ্যালয় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময়,উপস্থিত ছিলেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ শহীদ ডিপি বাদল। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কাউসার আহমেদ পলাশ, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলি, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইসহাক,কৃষি বিষয়ক সম্পাদক হাজী ইউনুস দেওয়ান, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক মানিক চান, কুতুবপুর ইউনিয় যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক,কুতুবপুর ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী সালাউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক মোঃ হোসেন। ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আলাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ সহ সহযোগী সকল সংগঠনের নেতা কর্মীর দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email