বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
ফতুল্লা

ফতুল্লায় প্রেমিক প্রেমিকাকে মারধর করে টাকা-মোবাইল লুট

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় প্রেমিক প্রেমিকাকে মারধর করে মোবাইল ও নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ উঠেছে এক দল বখাটের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর পিলকুনি এলাকায় বাবুল মিয়ার ভাড়াটিয়া বাসায় এঘটনা ঘটে।

এবিষয় ফতুল্লা মডেল থানায় অভিযোগ করলে তাৎক্ষনিক পুলিশ গিয়ে বখাটেদের গ্রেফতারে অভিযান চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, দাপা ইদ্রাকপুর পিলকুনি এলাকায় বাবুল মিয়ার ভাড়াটিয়া ফাতিমা খাতুনের বাসায় তার প্রেমিক রাকিব বেড়াতে আসে। এসময় একই এলাকার বখাটে রাসেল ও সাইদুল সহ তাদের ৫/৬ জনের একটি দল ফাতিমার বাসায় এসে দুজনকে এলোপাথারী মারধর করে দুজনের মোবাইল ও ১৩হাজার টাকা লুটে নেয়। এসময় পাশের বাড়ির তরুনী সালমা এগিয়ে আসলে বখাটেরা তাকেও মারধর করে চলে যায়। এঘটনায় ফাতিমা ও সালমা থানায় পৃথক দুটি অভিযোগ করেছে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেলায়েত হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। আমরা বখাটেদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email