রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ক্রীড়া

বঙ্গবন্ধু-ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ উদ্বোধন, ফাইনাল ২০ অক্টোবর

লাইভ নারায়ণগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব) এর আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে ওসমানী পৌর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ওই উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সার্বিক তত্বাবধায়নে এ সময়ে উপস্থিত হয়েছিল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, সহকারী কমিশনার নিলয় আহমেদ, খোরশেদ আলম নাসিরসহ আরও অনেকে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও ৫টি উপজেলার মোট ১২ টি দলের অংশ গ্রহণে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এর মধ্যে বালক (অনূর্ধ্ব-১৭) ৬টি দল এবং বালিকা (অনূর্ধ্ব-১৭) ৬টি দল খেলায় অংশ গ্রহণ করেন।

দল গুলো হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সদর উপজেলা, সোনারগাঁও উপজেলা, রূপগঞ্জ উপজেলা, বন্দর উপজেলা, আড়াইহাজার উপজেলা।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার জানান, আগামী ২০ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email