বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
জেলাজুড়েবন্দর

বন্দরে যুবক আটক, ৪৬ কেজি গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেড়টায় বন্দর উপজেলার মদনপুর রাফি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃত যুবকের নাম মো. নুর ইসলাম (২১)। সে পটুয়াখালী বাউফল চন্দ্রদ্বীপ গ্রামের আবুল বাশারের ছেলে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামী মো. নুর ইসলামপেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভারের ছদ্মবেশ ধারণ করে, কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email