শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
বন্দর

বন্দরে লায়ন্স-লিও ক্লাব’র ‘জাস্টিস ফর অক্টোবর সার্ভিস মানথ ২৩’ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি: লায়ন্স ক্লাব ঢাকা নারায়ণগঞ্জ সিটি লিও ক্লাব নারায়ণগঞ্জ সিটি’র যৌথ উদ্যোগে ১অক্টোবর রোববার ‘জাস্টিস ফর অক্টোবর সার্ভিস মানথ ২০২৩’ কার্যক্রম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া।

দিনব্যাপী এ কার্যক্রমে উপস্থিত ছিলেন- ৩১৫-এ টু বাংলাদেশ এর গভর্ণর লায়ন ড. মোঃ বশির উল্লাহ, ১ম ভাইস গভর্ণর মোহাম্মদ হানিফ, ২য় ভাইস গভর্ণর শংকর কুমার রায়, কেবিনেট সেক্রেটারী সামিউল মুক্তাদির, কাউন্সিলর চেয়ারপার্সন লায়ন প্রকৌশলী এম এ ওহাব, নারায়ণগঞ্জ কো-অর্ডিনেটর লায়ন হায়দার আলী বাবুল, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি’র প্রেসিডেন্ট আশরাফুল আলম, ভাইস প্রেসিডেন্ট লায়ন আনোয়ার হোসেন, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন, অক্টোবর সার্ভিস মানথ ২৩’র চেয়ারপার্সন লায়ন গোলাম হোসেন, কো-চেয়ারপার্সন লায়ন বাবু সারোয়ার, লায়ন জিল্লুর রহমান, লায়ন মোঃ স্বপন, লায়ন এমদাদ হোসেন, লায়ন মাসুদুর রহমান শামীম ও ঢাকা থেকে ডিজি টীমের সদস্যবৃন্দ।

এছাড়া সহযোগিতায় ছিলেন পনির ভূইয়া, মাহাবুব হোসেন, সাব্বির আমির, ফয়সাল আহম্মেদ,কবির হোসেন, পার্থ দাস প্রমুখ।

‘‘জাস্টিস ফর অক্টোবর সার্ভিস মানথ ২০২৩’ কার্যক্রমের অংশ হিসেবে রোববার দিনব্যাপী শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা,ডায়াবেটিস পরীক্ষা,রক্তের গ্রুপ নির্ণয়, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো,অষুধ বিতরণ,শিশু খাদ্য বিতরণ,শিশু বস্ত্র বিতরণ ও বৃক্ষরোপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email