বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
বিনোদন

বন্দরে শিল্পী চান মিয়া আর নেই

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ও চট্টগ্রাম বেতারের সংগীত পরিচালক ও টেলিভিশন এবং চলচ্চিত্র বেহালা শিল্পী মো. চান মিয়া (৮০) আর নেই। গত ১৯ জুলাই বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ বন্দরের স্বল্পেরচকস্থ তার নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…….রাজিউন।

মৃত্যুকালে গুণী এই শিল্পী স্ত্রী, ৩ছেলে ও নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। ২০ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

উল্লেখ্য,মরহুম চাঁন মিয়া সদ্য নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত কন্ঠশিল্পী রাজু আহাম্মদের ভাই। মো. চান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন মিডিয়া ভিশন কালচারাল একাডেমির চেয়ারম্যান সাব্বির আহমেদ সেন্টুসহ বন্দরের সর্বস্তরের শিল্পীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email