বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
Led03ফতুল্লা

ভোলাইলের বিস্ফোরণে গর্ভবতী মাসহ আহত হয়েছে যারা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ভোলাইলের সেই বিস্ফোরণের প্রভাব পড়েছে অন্তত ৩০০ মিটার এলাকায়। ভয়াবহ এই বিস্ফোরণে আহত হয়েছে অন্তত ১৭ জন।

এর মধ্যে গুরুত্বতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৬ জনকে।

শনিবার সকাল পৌঁনে ৯টার দিকে কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷

আহতরা হলেন- হাসান (৩০), কাউছার (২৫), রানা (৩৫), মো. টিটু (৩৭), শাহেদা (৫৫), আলী আকবর (২৪), আশক আলী (২৩), মিনু (৫০), আবুল হোসেন (৭৫), সাগর (২৮), নাছিমা (৫০), মোরর্শেদা (৫৩), আব্দুর রাজ্জাক (৪৫), রবিউল (২১), মো. তাহের দেওয়ান (৫০), শাহানাজ (৩৮) ও অন্তঃসত্ত্বা নারী সুমাইয়া (২৫)।

তাঁরা সকলেই নারায়ণগঞ্জের ফতুল্লা কাশিপুর ভোলাইল এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের লোকজন জানান, সকালে বিকট শব্দে মুসকান মটরস্ নামে অটোরিকশার শোরুমে বিস্ফোরণ ঘটে। প্রায় ২ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের এই শব্দ শোনা যায়। এ সময় পাশের একটি টিনের সেমিপাকা ঘর ও একটি দোতলা ভবনের দেয়াল ও ছাদের অনেকটা ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের অনেক ভবনের জানালার কাঁচ। এতে আহত সবাইকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে৷ শোরুমের মালিকের নাম স্বপন হোসেন৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) ফখর উদ্দিন আহম্মাদ বলেন, ‘ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের নিচতলায় ব্যাটারিচালিত অটোরিকশা অ্যাসেম্বল এবং বিক্রি করা হয়৷ প্রতিষ্ঠানটির ভেতরে অসংখ্য ব্যাটারি আছে৷ এসব ব্যাটারি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email