বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
সোনারগাঁ

মশারী টানানো অবস্থায় খাটে পরেছিলো অর্ধগলিত লাশ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের পেরাব এলাকার এক বাসা থেকে মশারী টানানো অবস্থায় খাট থেকে ওয়াসিম মিয়া (৪০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে বসবাসরত মতিউর রহমানের ছেলে ওয়াসিম মিয়ার বসত ঘর থেকে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী পঁচা গন্ধ বের হতে দেখে পুলিশে খবর দেয়। স্থানীয় তালতলা পুলিশ রহমান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর মশারী টানানো অবস্থায় ওয়াসিম মিয়ার অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, পেরাব গ্রামের ওয়াসিম মিয়ার ২/৩ দিন আগে তার বাড়িতেই রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email