বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসদর

মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ১৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এ কমিটি অনুমোদন দেয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

কমিটিতে আরো আছেন- সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, যুগ্ম সম্পাদক ওসমান প্রীতম, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল। পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি ২২জন, যুগ্ম সাধারন সম্পাদক ১৮জন, সহ-সাধারণ সম্পাদক ১৪জন, সহ- সাংগঠনিক সম্পাদক ১৭জন, সদস্য ৪০জনকে ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর গণমাধ্যমকে জানান, আমাকে সভাপতি ও রাহিদ ইসতিয়াক সিকদারকে সাধারণ সম্পাদক ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে রাজপথের সকল আন্দোলন সংগ্রাম নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email