শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led03জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

মহাসড়কে দুর্ঘটনা, অজ্ঞাত ব্যক্তি নিহত

লাইভ নারায়ণগঞ্জ: মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম সড়কে ওই দূর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

টিআই একেএম শরফুদ্দিন জানান, গতকাল রাতে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় গুরুতর আহতাবস্থায় সড়কের পাশে পড়েছিলেন ওই ব্যক্তি (৪০-৪৫)। নারায়ণগঞ্জ শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নুর মিয়া তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email