শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
আদালত

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মাদক মামলায় শাহাবুল হাসান (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০২১ সালের ৬ জুন নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকা থেকে ৭২৫ গ্রাম হেরোইনসহ শাহাবুল হাসানকে গ্রেফতার করে র‌্যাব-১১। পরে সদর মডেল থানায় মামলা হলে পুলিশ ২০ দিনের মধ্যে (ওই বছরের ২৬ জুন) অভিযোগপত্র দাখিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email