বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
Led04সদর

মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহর থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতর নাম- মোঃ রানা (৩৪)।

সোমবার ৫নং মাছ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহাম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত বছরের ২২ আগস্ট ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ ৭ম আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী মোঃ রানা (৩৪)’কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এরই ধারাবাহীকতায় তাকে আজ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email