বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led03জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

মিরেরটেকে এমপি খোকার সাথে এমপি বাবুর দেখা

লাইভ নারায়ণগঞ্জ : সোনারগাঁয় না. গঞ্জ-৩ আসনের লাঙ্গল প্রতীক প্রার্থী এমপি লিয়াকত হোসেন খোকার সাথে নারায়ণগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এমপি নজরুল ইসলাম বাবুর দেখা হয়েছে। এসময় জাতীয় নির্বাচনের প্রচারণার কার্যত শেষ দিনে সোনারগাঁ এলাকায় জনসংযোগে বের হয়েছিলেন এমপি খোকা, আর এমপি বাবু আসছিলেন নারায়ণগঞ্জ শহরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায়।

৪ জানুয়ারি (বৃহস্পতিবার) সোনারগাঁর মিরেরটেক এলাকায় এই ঘটনা ঘটে। এসময় কুশল বিনিময় করেন দুই এমপি ও আসন্ন নির্বাচনের প্রার্থী।

সকালেই নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বের হন এমপি খোকা। এরপর এমপি বাবুর শহরের উদ্দেশ্যে বের হওয়া গাড়িবহরের সাথে তার নির্বাচনী মিছিলের দেখা হয়। তখন দুই এমপি একে অপরের সাথে কোলাকুলি করেন ও শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email