বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led03আদালতরূপগঞ্জ

রূপগঞ্জের সেই হানজালা কারাগারে

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে র‌্যাবের উপর হামলার ঘটনায় আলোচিত আসামি হানজালা আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রাহমানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হত্যার অন্যতম আসামি ও হানজালা বাহিনীর প্রধান হানজালা পিস্তলসহ র‌্যাবের হাতে আটকের পর হ্যান্ডকাফসহ পালিয়েছিল। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে তার বাহিনীর লোকেরা র‌্যাবের উপর আক্রমন করে ছাড়িয়ে নিয়ে যায়। এসময় আহত হয় র‌্যাবের ৪ সদস্য। পরে এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান জানান, রাকিব হত্যা মামলার পলাতক আসামি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালা বিদেশী পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশ্যে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র‌্যাবের কাছে সংবাদ আসে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ হানজালাকে আটক করে। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকেরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে র‌্যাবের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নেয়। এসময় হামলায় আহত হয় র‌্যাব সদস্য হাবিলদার মোঃ মুসফিকুর রহমান, কর্পোরাল মোঃ আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া, কন্সটেবল তুষার আহম্মেদ বাপ্পি।

আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর র‌্যাব -১ এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় হানজালাকে প্রধান আসামি করে ২৭ জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email