বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
রূপগঞ্জ

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় বালুবাহী ড্রেজার পাইপ মেরামত করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আরও দুই শ্রমিক আহত হন।

নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার রাধাকানাইয়া এলাকার সাহেদ আলীর ছেলে বাবুল মিয়া (৪২) ও ভোলার দক্ষিণ আইছা উপজেলার পাঁচ কপাট এলাকার বাগন আলীর ছেলে সোহাগ (২৬)।

সানরাইজ ড্রেজারের দায়িত্বরত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, স্থানীয় এনায়েত হোসেনের অধীনে চালিত ড্রেজারের পাইপ লাইন মেরামত করছিলেন পাঁচ শ্রমিক। এসময় পাইপ ওয়েল্ডিং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে চারজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়া ও সোহাগকে মৃত ঘোষণা করেন। খোরশেদ ও সহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email