বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
Led03রাজনীতিসিদ্ধিরগঞ্জ

শেখ হাসিনা হিরো আলমকে ভয় পায়: মামুন মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘শেখ হাসিনা হিরো আলমকেও ভয় পায়’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি বলেন, ‘তারেক রহমান বাঁশি দিলেই আপনারা দেখেছেন, এদেশের ১৮ কোটি মানুষ রাজপথে নেমে আসে; এটাই শেখ হাসিনার ভয়। শেখ হাসিনা এখন হিরো আলমকেও ভয় পায়। বিএনপির নেতা-কর্মীরা যদি মাঠে নামে, শেখ হাসিনা তুমি কিন্তু পালানোর পথ পাবা না।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৩টায় সরকার পতনের ‘এক দফা’ আন্দোলন বাস্তবায়নে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ব্যানারে আয়োজিত পদযাত্রা কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এর জালকুড়ি এলাকা থেকে পদযাত্রা কর্মসূচিটি শুরু হয়। পদযাত্রাটি মহাসড়ক দিয়ে সাইনবোর্ড পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মামুন মাহমুদ আরও বলেন, ‘এখনো সময় আছে এক দফা দাবি মেনে নাও। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো। নির্বাচন কমিশন ভেঙ্গে দাও, এই পার্লামেন্ট ভেঙ্গে দাও এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দাও। তাহলেই তোমরা রক্ষা পাবে। ১৮ কোটি মানুষ যদি একটা করে ফুল ছোড়ে আপনার দিকে, তাহলে আপনার ওই গণভবন বঙ্গপোসাগরে ভেসে যাবে। ১৭ জন নেতাকর্মী বুকের তাজা রক্ত দিয়ে শহীদের তালিকায় নিজেদের নাম লিখিয়েছে এবং আপনার এই গণভবনকে বঙ্গপোসাগরের নিকটবর্তী করে দিয়েছে। রক্ত দিতে আমাদের নেতাকর্মীরা প্রস্তত রয়েছে।’

তিনি বলেন, ‘এখনো সময় আছে পিছনের পথ দিয়ে পালিয়ে যান। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। শেখ হাসিনার অধিনে কোন নির্বাচন হতে দেয়া হবে না। শহীদ জিয়ার সৈনিকেরা যখনই রাজপথে এসেছে তখনই গণতন্ত্র মুক্তি পেয়েছে।’

পদযাত্রা কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বারী, সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূঁইয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিএইচ তোফা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনসহ জেলা বিএনপি, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email