বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
Led03রাজনীতি

সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মহাসমাবেশে মামুন মাহমুদের যোগদান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে ঢাকায় বিএনপির মহাসমাবেশে সহস্রাধিক নেতাকর্মীদের সমাগমে বিশাল মিছিল নিয়ে যোগ করেছেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে চিটাগংরোড এলাকা থেকে নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাত থেকে নেতাকর্মীরা একদফা দাবির পক্ষে মহাসমাবেশে যোগ দিতে ব্যাক্তিগত ভাবে বিভিন্ন কায়দায় রওনা দিয়েছিলেন।

এদিকে, রাজধানীতে মিছিলে একদফার পক্ষে নানা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করতে দেখা গেছে নেতাকর্মীদের। মুখে ছিল সরকারের পদত্যাগের ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি।

মামুন মাহমুদ জানান, অনেক বাধা দিয়েছে। রাজধানীর সব প্রবেশপথে নেতাকর্মীদের মহাসমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে। কিন্তু জনস্রোত ঠেকাতে পারেননি। পারবেন না। পদ্মা, মেঘনা ও যমুনার ঢেউয়ের মতো মানুষ এসেছে। সরকার দেশকে শেষ করে দিচ্ছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ সরকারকে বিদায় না করতে পারলে দেশের সার্বভৌমত্ব থাকবে না। এদের বিদায় না করতে পারলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email