সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Led03অর্থনীতিস্বাস্থ্য

সেলিম ওসমানের সুস্থতায় বিকেএমইএ’তে দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের সফল অস্ত্রোপচার ও সুস্থতার জন্য কোরআন খতম করিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

এ সময় এতিম শিশুদের নিয়ে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

সংগঠনটির প্রধান কার্যালয় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মঙ্গলবার (১ আগস্ট) বাদ আসরের পর কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ‘র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, মোরশেদ সারোয়ার সোহেল, আখতার হোসেন অপূর্ব।

এছাড়া পরিচালকদের মধ্যে মঞ্জুরুল হক, শ্যামল কুমার সাহা, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রতন কুমার সাহা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, খোরশেদ আহমেদ তুনিম দোয়ায় উপস্থিত ছিলেন।

বিকেএমইএ’র কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিকেএমইএ সভাপতি মহোদয়ের সুস্থতার জন্য দোয়া করেন।

চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে গত ২৭ জুলাই দুপুরে ঢাকা থেকে রওনা হন সেলিম ওসমান। বর্তমানে তিনি দেশটির ‘বামরুনগ্রাদ’ নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আগামী ৫ আগস্ট অস্ত্রোপচার হবে।

প্রসঙ্গত, সেলিম ওসমান বিকেএমইএ‘র দায়িত্ব ২০১০ সালে নিয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার সময় ১৮ কোটি ১১ লাখ ৪৪ হাজার টাকা ছিল সংগঠনটির। ১৩ বছরের ব্যবধানে এখন ১ শত ২১ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email