বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Led02রাজনীতিসদর

সেলিম ভাইয়ের বিকল্প হিসেবে ধারের কাছেও কেউ নাই: প্রবীর কুমার

লাইভ নারায়ণগঞ্জ: এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা বলেছেন, ‘আমরা সবাই আজ একমত পোষন করলাম, সবাই সেলিম ওসমান পার্টি। আমরা সবাই একত্রিত হয়ে তার পাশে থাকবো, এটা আমাদের অঙ্গিকার। আমি সেলিম ভাইকে কথা দিয়েছি, আমাদের সম্প্রদায়ের সবাই যাবে ভোট দিতে। সেলিম ভাইয়ের বিকল্প হিসেবে ধারের কাছেও কেউ নাই। আমরা সবাই স্বতঃস্ফুর্ত ভাবে ভোট কেন্দ্রে যাবো এবং ভোট দিবো।’

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চাষাড়া অবস্থিত শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গনে সভাটির আয়োজন করা হয়।

এসময় প্রবীর কুমার সাহা বলেন, ‘আজকে যে মতবিনিময় সভা, সেটার কারণ হলো সামনে নির্বাচন। আমরা মনে করি, যিনি আমাদের বর্তমান সংসদ সেলিম ওসমান; উনি আমাদের অত্যন্ত কাছের লোক। তিনি আমাদের মন থেকে ভালোবাসেন। গত পরশুদিনও আমি সেলিম ভাইয়ের অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম যারা অন্যান্য দলের, তারা অনেকেই সেখানে বসে আছে।’

‘তিনি তখন আমাকে বলেছেন, যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছি তাই নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। আপনারা কথা বলেন, যখন ইসি অনুমতি দিবে তখন আমি আপনাদের সাথে কথা বলবো।’

তিনি আরও বলেন, ‘উনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর সভাপতি ছিলোন, আর সেই দায়িত্ব তিনি যথাযথ ভাবে পালন করেছেন এবং একটি ভবনও নির্মান করতে পেরেছেন। বর্তমানে তিনি পর পর ৫বার বিকেএমইএ’র সভাপতি। চাষাঢ়ায় বিকেএমইএ’র যে ভবনটি করা হয়েছে সেটি যদি কেউ না দেখে থাকেন তাহলে একবার হলেও দেখে আসবেন। ব্যবসায়ী হিসেবে তাকে আমরা খুব কাছ থেকে দেখেছি। এমপি হওয়ার আগে তার যেমন ব্যবহার ছিলো, এমপি হওয়ার পরও তার ব্যবহার একই।’

এসময় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশিল দাস, সহ-সভাপতি উত্তম সাহা, লাঙ্গলবন্দ স্নান কমিটির সাবেক সভাপতি পরিতোস কান্ত সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, লাঙ্গলবন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email