শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রাজনীতিশিক্ষা

স্কুল শিক্ষিকা নিয়ে পালিয়ে ম্যানেজিং কমিটির পদ হারালেন এমএ মান্নান

লাইভ নারায়ণগঞ্জ: স্কুল শিক্ষিকাকে নিয়ে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা এমএ মান্নানকে স্কুল কমিটির সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষিকা রোমানা ফৌজিয়া দুলারিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

মুসলিম নগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি সোমবার (৭ আগস্ট) দুপুরে এ সিদ্ধান্ত নেন।

অব্যাহতিপ্রাপ্ত এমএ মান্নান ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুসলিম নগর কেএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন।

প্রধান শিক্ষক একেএম ইব্রাহিম বলেন, কয়েকদিন যাবত আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও এক শিক্ষিকাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এমএ মান্নান আমাদের স্কুলের শিক্ষিকা রোমানা ফৌজিয়া দুলারিকে নিয়ে অজ্ঞাত স্থানে ঘুরতে যান। বিষয়টি এলাকাবাসী খারাপ দৃষ্টিতে নিয়েছে এবং মিছিল সহকারে স্কুলে এসে আমাদের কাছে বিচার দাবি করে। এই ঘটনায় পর খোঁজ-খবর নিয়ে জানতে পারি তারা দু’জনই বিবাহিত ও পরকীয়ায় আসক্ত। এ নিয়ে ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ দীর্ঘসময় সভা করে দু’জনের বিষয়ে পৃথক সিদ্ধান্ত গ্রহণ করেন। স্কুলের সুনাম রক্ষার্থে সভাপতির পদ থেকে মান্নানকে অব্যাহতি ও শিক্ষিকা দুলারিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল বলেন, এমএ মান্নান ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি একটি স্কুলের শিক্ষিকার সঙ্গে পরকীয়া করেন এমন অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে থানা আওয়ামী লীগ দেখছে। দলের ভাবমূর্তি রক্ষার্থে এমএ মান্নানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

তবে এ বিষয়ে এমএ মান্নান বলেন, ছোট থেকে আমি দুলারিকে ভালোবাসি। তবে, বিয়ে করেনি বলে দাবি করেন তিনি।

 

নিউজ পড়তে ক্লিক করুন

স্কুল শিক্ষিকাকে নিয়ে পালিয়েছে ছাত্রলীগ নেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email