বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
Led06রাজনীতিশিক্ষাসদর

হাই স্কুলে নবনির্মিত ভবন উদ্বোধন করলেন সেলিম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ হাই স্কুল এর ৬ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য সেলিম ওসমান।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভবনটি উদ্বোধন করা হয়।

এসময় বিদ্যালয়ের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, এনসিসি ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ কলেজের উপাদক্ষ ড. রুমন রেজাসহ বিদ্যালয়ের গভর্নিং বডির অন্যান্য সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা।

ভবন উদ্বোধন শেষে দারুন সাংস্কৃতিক নৃত্য, আবৃতি ও সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা। যা দেখে মুগ্ধ হন সেলিম ওসমান ও আমন্ত্রিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email