বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
জেলাজুড়েসদর

২৬ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী মোক্তার

লাইভ নারায়ণগঞ্জ: ২৬ দিন পেড়িয়ে গেলেও সন্ধান মিলেনি নিখোঁজ ব্যবসায়ী মো. গাজী মোক্তার আহমেদের। দেওভোগ পাক্কা রোড এলাকার মো. মোসলেম গাজীর পুত্র তিনি। নগরীর চাষাঢ়ার আর্মি মার্কেটে তার কাঁচ বিতান নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।

এ বিষয়ে গত ৯ ডিসেম্বর নিখোঁজ মোক্তারের স্ত্রী তাহেরা বেগম তানিয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তবে দীর্ঘ ২৫ দিন পেরিয়ে গেলেও নিখোঁজের কোন সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে নিখোঁজ মোক্তারের স্ত্রী তাহেরা বেগম তানিয়া জানান, ২ ডিসেম্বর বাড়ি থেকে বের হয় স্বামী মোক্তার আহমেদ। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোন দোকানে পাওয়া গেলেও তাতে মোক্তারের ব্যবহৃত সিম ছিলনা। মোক্তারের সন্ধানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরে ৯ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরী করেছেন। কিন্তু পুলিশও তার কোন খোঁজ দিতে পারেনি। পুলিশ বলছে নিখোঁজের বিষয়ে তারা কোন সূত্র বা ক্লু পায়নি। স্বামীর সন্ধানে পাগলপ্রায় অবস্থা স্ত্রী তানিয়া ও দুই কন্যা সন্তানের। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতনদের হস্তক্ষেপ কামনা করেছেন তানিয়া ও তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email