সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Led05রাজনীতি

২ কোটি টাকার উপরে ঋণে আছেন শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বরাবরের মতোই মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। মনোনয়নপত্রে উল্লেখিত সম্পদের তালিকায় তাঁর ঋণের পরিমান প্রকাশ করেন। চারটি ভিন্ন খাতে মোট ২ কোটি ৬ লক্ষ ১২ হাজার ৩৬৭ টাকা ঋণে আছেন বলে জানান প্রভাবশালী এই এমপি।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন এমপি শামীম ওসমান। উল্লেখিত মনোনয়নপত্রের দায় দেনার বিবরনীতে বলা হয়, ‘বিদেশে কর্মরত বন্ধু অনুপ কুমার সাহার কাছ থেকে সুদ বিহীন ঋণগ্রহণ (২০২৩-২০২৪ আয়কর বিবরণী অনুযায়ী) ২৬ লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা। আয়কর বিবরণী অনুযায়ী ২০২৩-২০২৪ করবর্ষে প্রদর্শিত ঋন (আইএফআইসি ব্যাংক নারায়নগঞ্জ শাখা) ৭৩ লাখ ৪ হাজার ৬৮৯ টাকা । আয়কর বিবরণী অনুযায়ী ২০২৩-২০২৪ করবর্ষে গাড়ীর ঋণ ৬ লাখ ৩৭ হাজার ৭৩৭ টাকা। আয়কর বিবরণী অনুযায়ী ২০২৩-২০২৪ করবর্ষে ক্রস চেকের মাধ্যমে ঋণ ১ কোটি টাকা।’

এ ছাড়াও শামীম ওসমানের মোট অস্থাবর সম্পত্তির মূল্য ৭ কোটি ৯৮ লক্ষ ৬৩ হাজার ৫৪৭ টাকা এবং ৩৮ তোলা স্বর্ন। আবার স্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ২১ লক্ষ ৭০ হাজার ৭৫০ টাকা সাথে রয়েছে পৈত্রিক সূত্রে একটি বাড়ি।

প্রসঙ্গত, বিগত টানা ৩ বারের এই এমপি মনোনয়ন পত্রে নিজের ৫ টি ব্যবসার কথাও উল্লেখ করেন। প্রতিষ্ঠান গুলো হলো,১। মেসার্স জেড এন কর্পোরেশন ১৯, ভাষা সৈনিক এ কে এম শামসুজ্জোহা রোড, উত্তর চাষারা, নারায়নগঞ্জ। ব্যবসার ধরন: জ্বালানী তৈল আমদানী, পরিবহন ও সরবরাহ। ২। জেড এব শিপিং পাইপ লিঃ ৪৬/১১ নিউ চাষাড়া,জামতলা, নারায়ণগঞ্জ। ব্যবসার ধরনঃ শিপিং (পন্য এবং জ্বালানী পরিবহন) ৩। মাইশা এন্টারলাইন্স লিঃ৪৬/১১ নিউ চাষাড়া,জামতলা, নারায়ণগঞ্জ। ব্যবসার ধরনঃ শিপিং (জ্বালানী পরিবহন)। ৪। খান ব্রাদার্স ইনফোটেক লিঃ ১৫ চৌধুরীপাড়া (কেবিজি টাওয়ার) মালিবাগ, ঢাকা। ৫। উইসডম নিটিং মিলস্ লিঃ নারায়ণগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email