শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
Led03শিক্ষা

এবার নারায়ণগঞ্জের ১৯টি কেন্দ্রে এইচএসসি

লাইভ নারায়ণগঞ্জ: এবছর নারায়ণগঞ্জ জেলায় ১৯টি কেন্দ্রে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি পরীক্ষা) অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবে ৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী।

ইতোমধ্যে নারায়ণগঞ্জে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে পরীক্ষা গুলো।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৯টি পরীক্ষা কেন্দ্র, রূপগঞ্জ, ৩টি কেন্দ্র, বন্দরে ৩টি কেন্দ্র, আড়াইহাজার ও সোনারগাঁয়ে ২টি করে ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার। এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা কলেজের সিনিয়র কোনো অধ্যাপক।

লাইভ নারায়ণগঞ্জের পাঠকদের জন্য তালিকাটি প্রকাশ করা হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email