শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
Led02জেলাজুড়েশিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ২৩২জন শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: প্রথম দিনে এসএসসি ও সমমানের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৩০ হাজার ৯শ’ ৯৪জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)) এক যোগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৪৮টি কেন্দ্রে ওই পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

নারায়ণগঞ্জে এসএসসি, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩২ হাজার ৯শ’ ৪৬ পরীক্ষার্থীর মধ্যে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩১ হাজার ২শ’ ২৬জন, উপস্থিত ছিলেন ৩০ হাজার ৯শ’ ৯৪জন শিক্ষার্থী। অনুপস্থিত ২৩২ জন।

প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় এসএসসি পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৭ হাজার ২শ’ ৮৫জন ও অনুপস্থিত ছিলেন ১৭১জন, দাখিল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন ২ হাজার ৪শ’ ২৯জন ও অনুপস্থিত ছিলেন ৫৪জন এবং কারিগরি (ভকেশনাল) উপস্থিত ছিলেন ১ হাজার ৪শ’ ৫১জন ও অনুপস্থিত ছিলেন ৭জন।

তবে, এসএসসি ও সমমানের বাংলা প্রথম পত্র পরীক্ষায় প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলায় ৪৮টি কেন্দ্রে কোন বহিষ্কারের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email