শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
Led04অন্যান্যআদালতসোনারগাঁ

কাঁচপুরে ‘এলসন ফুডস’ কারখানায় অভিযান, অর্থদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে এলসন ফুডস নামের একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (৯ অক্টোবর) দুপুরে কাঁচপুর বিসিক এলাকায় অস্বাস্থকর ও মেয়াদ উর্ত্তীন শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালত।

অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ এখানে অভিযানটি পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ নুরুল ইসলামের মালিকানাধীন এই কোম্পানীতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য যেমন লিচু, কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকলেট উৎপাদন হয়ে আসছিল। এছাড়া কিছু উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ ছিল। এসব কারণে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাছাড়া আগামী ১ মাসের মধ্যে এই কোম্পানীর উৎপাদিত পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরণের শাস্তি প্রদান করা হবে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, জেলা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email