শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
সোনারগাঁ

কাঁচপুর হাইওয়ে থানায় হলো ওপেন হাউজ ডে

সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিওয়নের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রফেসর মো: সোহরাওয়ার্দি, ভুলতা স্কুল এন্ড কলেজের প্রফেসর শামীমা সুলতানা ওমা, কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিকলীগের সভাপতি হাজী আব্দুল মান্নান, বাস মালিক মো: ইসলাম, দুলাল, কাউন্টার মালিক সুমন মিয়া, আক্তার হোসেন, আল আমিন ও আব্বাস উদ্দিন।

উপ-পরিদর্শক (এসআই) শরীফের সঞ্চালনায় এসময় হাইওয়ে পুলিশের সাথে মহাসড়কের শৃঙ্খলা নিয়ে বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিকরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। হাইওয়ে পুলিশ এসব সমস্যা সমাধানের সবাইকে সাথে নিয়ে কাজ করার অভিব্যাক্তি প্রকাশ করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হক তাঁর বক্তব্যে বলেন, আমার থানা এলাকায় কোন থ্রি হুইলার চলতে দেয়া যাবে না। আমরা মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন যেন মহাসড়কে কোন থ্রিহুইলার না উঠে। উল্টো পথে ইজিবাইক চলাচল করতে দেখা গেলেই তাদেরকে ধরে আমরা মামলা দিচ্ছি। পুলিশের অনুপস্থিতিতে তারা মহাসড়কে উঠে। তাদেরকেও আমরা হুশিয়ার করছি।

নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। অপনাদের সকলের মতামত নিয়ে আমরা কাজ করব। আর মহাসড়কে কোন চাঁদাবাজী চলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email