শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
Led04রাজনীতি

কাউন্সিলর খোরশেদের সহযোগিতায় দলিত সম্প্রদায়ের দূর্গোৎসব

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের রবিদাসপাড়ায় গত বিশ বছর ধরে দলিত সম্প্রদায়ের পূজা উদযাপনের জন্য বিভিন্ন রকমের সহযোগীতা করে আসছেন ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

প্রতি বছর পূজা উপলক্ষে দলিত রবিদাস সম্প্রদায় সহ ওয়ার্ডের সহস্রাধিক দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের হাতে নতুন বস্ত্র উপহার তুলে দেন। এবারও প্রতি বছরের মত হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পূজায় নতুন পোষাকের পাশাপাশি ররিদাসপাড়ায় দ্বিতীয় বারের মত দূর্গা পূজার আয়োজন করা হয়েছে।

শুক্রবার থেকে শুরু হয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। শনিবার (২১ অক্টোবর) কাউন্সিলর খোরশেদ রবিদাসপাড়ার বাসিন্দাদের মধ্যে নতুন পোশাক উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন- রামকৃষ্ণ মিশনের প্রধান একতানন্দ তিলক মহারাজ, তারাপদ আচার্য, বুড়ন মুখার্জি, স্বপন রবিদাস, সোহেল রবিদাস, সজল রবিদাস, জয়নাল আবেদীন প্রমুখ।

ইতিমধ্যে প্রতিমাসহ ররিদাসপাড়ায় পূজার প্রাথমিক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়াও অষ্টমী ও নবমীতে ওয়ার্ডের মাসদাইর,গলাচিপা,জামতলা,আমলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ও দলিতদের মাঝে সহস্রাধিক থ্রীপিচ, শাড়ি ও লুঙ্গি পূজার উপহার হিসেবে বিতরণ করা হবে।

কাউন্সিলর খোরশেদ জানান, সম্প্রীতির শহর নারায়নগঞ্জ। এতদিন দূর্গা পূজায় দলিত রবিদাস সম্প্রদায়ের (চর্মকার)নিজস্ব কোন আয়োজন ছিল না, তাদের আগ্রহের কারনে সামর্থ্যবান ব্যাক্তিবর্গের অনুদানে জাঁকজমকপূর্ণ আয়োজনে সহযোগিতা করেছি মাত্র।আমরা প্রমান করার চেষ্টা করেছি আমরা সম্প্রীতিতে বিস্বাসী।

গত বছর ২০২২ সালে প্রথম বারের মত সীমিত পরিসরে দূর্গাপূজার আয়োজন হয় রবিদাস পাড়ায়। এবার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সহযোগিতায় জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। এছাড়াও গত ২০ বছর যাবত দূর্গা উৎসবে কাউন্সিলর খোরশেদ দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নিয়মিত নতুন বস্ত্র বিতরন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email